শেরপুরের শ্রীবরদীতে হাতিকবলিত পাহাড়ি এলাকায় হাতির কবল থেকে কৃষকদের আমন ধান রক্ষা করার জন্য কেরোসিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের বিশেষ বরাদ্দ থেকে রাণীশিমুল ইউনিয়নের হাতিকবলিত পাহাড়ি এলাকার হালুহাটি, মালাকোচা ও বালিজুরি গ্রামের লোকজনের মাঝে কেরোসিন বিতরণ করা হয়েছে।
৬ নম্বর ওয়ার্ড আ’লীগ সাাধারন সম্পাদক জাকির হোসেন জিকোর বাড়িতে রাণীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ২ ব্যারেল কেরোসিন বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রাণীশিমুল ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক নুর হোসেন, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি গোলাম মোস্তফা, শ্রমিকলীগ সভাপতি জর্জ মিয়া, আ’লীগ নেতা আলতাফ হোসেন শিরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় চেয়ারম্যান মাসুদ রানা বলেন, হাতির কবল থেকে আপনাদের কষ্টের আমন ধান রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া, আগামীকালের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আপনাদের সুবিধার্তে একটি জেনারেটর প্রদান করবেন।