শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের হাল ধরতে চান একেএম. মাহবুবুর রহমান লিটন। তিনি দীর্ঘদিন যাবত সিংগাবরুনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে অংশ গ্রহণ করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচিত হয়ে ওঠেছেন। আসন্ন সিংগাবরনা ইউপি নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। রোববার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি তুলে ধরেন তার রাজনৈতিক ও সামাজিক জীবনের কার্যক্রমসহ বিভিন্ন কর্মকান্ডের চিত্র। তিনি আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ।
একেএম. মাহবুবুর রহমান লিটন ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি ১৯৯২ সালে শ্রীবরদী সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ছাত্র জীবন শেষে তিনি সিংগাবরুনা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক হিসাবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়ীত্ব পালণ করেছেন। বর্তমানে বাংলাদেশ কৃষকলীগ সিংগাবরুনা ইউনিয়ন শাখার সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন করছেন।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমি আশা করি বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দিবে। আমি আশাকরি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবো। তিনি আরো বলেন, আমি সিংগাবরুনা ইউনিয়নবাসীর সেবক হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহতের পাশাপাশি ডিজিটাল ও আধুনিক ইউনিয়ন পরিষদ গঠন, মাদক, সন্ত্রাস এবং সীমান্তবর্তী এ ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত করবো। ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের সাথে নিয়ে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠন করবো।