শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে মামদামারী দাখিল মাদ্রাসা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই বুধবার সকাল থেকে ওই ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। এতে ৪শ ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাহীনুল বারী ভুট্টু (বৈদ্যুতিক পাখা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসীন আলী (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩শ ৭৯ ভোট।
উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান জানান, ইউপি সদস্য গোলাম মোস্তুফা দুদা মারা যাওয়ার পর ওই উপ-নির্বাচনে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে ভোটার সংখ্যা ১ হাজার ৩শ ৩৬। এর মধ্যে ভোট গ্রহণ হয়েছে ৯শ ৯৭। অনুপস্থিত ছিল ৩শ ৫৯ ভোট। বাতিল ভোটের সংখ্যা ১৮টি।