শ্রীবরদী উপজেলার ৭নং ভেলুয়া ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য ১ কোটি ৮ লক্ষ ২৮ হাজার ৫ শত ৩০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভেলুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মিঞা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও সকল ইউপি সদস্যের উপস্থিতিতে ইউপি সচিব আবু বক্কর নিজস্ব তহবিল ও উন্নয়ন তহবিলের সম্ভাব্য মোট ১ কোটি ৮ লক্ষ ২৮ হাজার ৫ শত ৩০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
এসময় এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আনোয়ারুল হক, মোজাম্মেল হক,আ’লীগ নেতা নবাব আলী, সমাজ সেবক রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সোবাহান মিয়া, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আতাউর রহমান ও এনামুল হক প্রমূখ।