শ্রীবরদীর ৭ নম্বর ভেলুয়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে ভেলুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মিঞা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সচিব আবু বক্করের সঞ্চালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য লুৎফর রহমান, মঞ্জুরুল ইসলাম, আবু জাফর, জামিরুল ইসলাম মধু ও সংরক্ষিত মহিলা সদস্য মনেজা বেগম।
আলোচনা শেষে ইউপি চেয়ারম্যান মিঞা মো. মিজানুর রহমান ১ কোটি ১৭ লক্ষ ৩৩ হাজার ১ শত ১২ টাকার বাজেট ঘোষণা করেন। এর মধ্যে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয়ের ৮ লক্ষ ৯৩ হাজার ৫ শত টাকা ও উন্নয়নের ১ কোটি ৮ লক্ষ ৩৯ হাজার ৬ শত ১২ টাকা।
এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।