শ্রীবরদীর তাতিহাটি ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বিকালে পোড়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রথম পর্বে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শরীফ মোহাম্মদ দেলোয়ার জাহানের সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা যুবলীগ আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল।
উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান মানিকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক লিয়াকত হোসেন লিটন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, উপজেলা আ’লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, কৃষক লীগের সাধারন সম্পাদক বনিজ উদ্দিন বনিজ, জেলা পরিষদ সদস্য ও জাতীয় শ্রমিক লীগ আহবায়ক আবু জাফর, জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব জাকির হোসেন, তাতিহাটি ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সাধারন সম্পাদক আসাদ উল্লাহ বিল্লাল, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান আরজু, হামিদুর রহমান, ছাত্রনেতা সুজন রেজা, জিসান ও পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ হাবিব প্রমূখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে উপজেলা যুবলীগ আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভাপতি সাধারন সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ইউনিয়ন শাখার সভাপতি রিপন মিয়া এবং আরাফাত হোসেন সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হন। ওয়ার্ড পর্যায়ে ১ নম্বর ওয়ার্ডে শাহজাহান সভাপতি, আব্দুর রশিদ সাধারন সম্পাদক, ২ নম্বর ওয়ার্ডে মাসুদী ইয়াজদানী সভাপতি, দেলোয়ার হোসেন সাধারন সম্পাদক, ৩ নম্বর ওয়ার্ডে মাসুদুজ্জামান সভাপতি, লিমন মিয়া সাধারন সম্পাদক, ৪ নম্বর ওয়ার্ডে সিদ্দিকুর রহমান সভাপতি, হাবিবুর রহমান সাধারন সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহ সভাপতি, আল-আমিন সাধারন সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ডে জিয়াউল হক সভাপতি, ফজলুল হক সাধারন সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন সভাপতি এবং জালাল হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হন।