শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নবাসীর সেবা করতে চান নজিবুদৌলা দৌলা। তিনি কাকিলাকুড়া ইউনিয়নের সকল ভোটারদের কাছে দৌলা ভাই নামে পরিচিত। আসন্ন কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। ইউপি নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে সাটিয়েছেন পোস্টারসহ গুরুত্ব পুর্ণ স্থানগুলোতেও বিলবোর্ড সাটিয়ে জানান দিয়েছেন প্রার্থীতা। তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী রাজনীতির সাথে জড়িত। একারেণেই ভোটারদের নিকট রয়েছে তার গ্রহণ যোগ্যতা। এছাড়া, তিনি একজন সমাজ সেবক। তিনি মানুষের বিপদে আপদে সাড়া দিয়ে থাকেন। সোমবার (১ ফেব্র“য়ারী) তার সাথে মতবিনিময়কালে ওঠে আসে এসব তথ্য।
নজিবুদৌলা কাকিলাকুড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত লুৎফর রহমান মাওলানার ছেলে। লুৎফর রহমান মাওলানার ছেলে হিসাবে ও নিজের রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সকলের সাথে রয়েছে আন্তরিকতা। ছাত্র জীবন থেকেই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়েই আওয়ামী রাজনীতিতে প্রবেশ করেছেন। পরবর্তীতে কাকিলাকুড়া ইউনিয়ন যুবলীগের সদস্য পদ পান। এরপর তিনি দীর্ঘদিন কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতির দায়ীত্বে থেকে দলের নির্দেশ পালণ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষকলীগ কাকিলাকুড়া ইউনিয়ন শাখার সভাপতির দায়ীত্ব পালণ করছেন।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি আশা করি বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দিবে। নির্বাচনে আমি বিপুল ভোটে বিজয়ী হবো। তিনি আরো বলেন, আমি কাকিলাকুড়া ইউনিয়নবাসীর সেবক হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। পাশাপাশি কাকিলাকুড়া ইউনয়নকে ডিজিটাল, আধুনিক, মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ মুক্ত করবো। ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের সাথে নিয়ে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠন করবো।