স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্র, অপপ্রচার, নৈরাজ্য ও অগ্নি সন্রাসের প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়নের খঞ্চেপাড়া বাজারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে খঞ্চেপাড়া বাজারে কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সারাদেশের কর্মসুচির অংশ হিসাবে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক আজিজুর রহমান আওরঙ্গের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। তিনি বলেন, বিএনপি জামায়াতের দেশ বিরোধী আন্দোলন, অপপ্রচার, নৈরাজ্য সৃষ্টি ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে রুখে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, কাকিলাকুড়া চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাবেক সভাপতি হামিদুল্লাহ তালুকদার, যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার ও কাকিলাকুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শাহ্ মুতাসিম বিল্লাহ শিবলি, কাকিলাকুড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মোতালেব হোসেন আকন্দ, কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুর ইসলাম।
এসময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী, সাধারন জনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।