শ্রীবরদীতে ঈদগাহ মাঠের প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর। সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে দিনটির সূচনা হবে। সারাদেশে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই।
শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, শ্রীবরদীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আমগুরুস্থান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯ টায়। এদিকে শ্রীবরদী উপজেলা কমপ্লেক্স ঈদগাহ মাঠ, ভায়াডাঙ্গা ঈদগাহ মাঠ, লংগরপাড়া বাজার ঈদগাহ মাঠ ও গোপালখিলা উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
তথ্যমতে, সাতানীপাড়া ঈদগাহ মাঠ, কুরুয়া নিমতলা ঈদগাহ মাঠ, গড়জরিপা উত্তরপাড়া ভেরভেরি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে ভারেরা ঈদগাহ মাঠ ও উত্তর পুরান শ্রীবরদী ঈদগাহ মাঠে সকাল ১০টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।