শেরপুরের শ্রীবরদী উপজেলায় কৃষক ইস্রাফিল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে এলাকাবাসীর আয়োজনে উপজেলার মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জমশেদ আলী, আফসার উদ্দিন, রফিকুল ইসলাম, কৃষক ছামিউল হক, ইস্রাফিলের ছেলে লাল চাঁন প্রমুখ।
বক্তারা, কৃষক ইস্রাফিলের খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তারা।
উল্লেখ্য, ইস্রাফিলের দুইটা গরু জোর করে ধরে নিয়ে যায় আমিজল। পরে গ্রাম্য সালিশ বসলে সালিশ না মেনে প্রকাশ্যে ইস্রাফিলকে খুন করার হুমকি দেয়। গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে ইস্রাফিলের বাড়ির পাশে থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইস্রাফিলের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে শ্রীবরদী থানায় এজাহারনামীয় নয়জনের নাম ও অজ্ঞাত আরো ৫/৬জনকে আসামী করে মামলা দায়ের করলে। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এক নাম্বার আসামী অামিজলকে গ্রেফতার করে।