চতুর্থ ধাপে অনুষ্ঠিত শেরপুরের শ্রীবরদী উপজেলার ৯ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ২ ও স্বতন্ত্র ৭ প্রার্থী জয়লাভ করেছেন। রবিবার (২৬ ডিসেম্বর) রাতে তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজয়ীরা চেয়ারম্যানগণ হলেন রাণীশিমুল ইউনিয়নে আব্দুল হামিদ সোহাগ (ঘোড়া), সিংগাবরুনা ইউনিয়নে ফখরুজ্জামান কালু (নৌকা), কাকিলাকুড়া ইউনিয়নে মো. হামিদুল্লাহ তালুকদার (ঘোড়া), তাতীহাটি ইউনিয়নে এ্যাডভোকেট আব্দুর রউফ (মোটরসাইকেল), গোশাইপুর ইউনিয়নে শাহজামাল ইসলাম আশিক (নৌকা), শ্রীবরদী সদর ইউনিয়নে ফরিদুজ্জামান খান (আনারস), ভেলুয়া ইউনিয়নে আব্দুল করিম (অটোরিক্সা), কুড়িকাহনিয়া ইউনিয়নে ফিরোজ খান নুন (মোটরসাইকেল) ও গড়জরিপা ইউনিয়নে আব্দুল জলিল (আনারস)।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার জানান, ৯টি ইউপিতেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনের এই সুষ্ঠু পরিবেশ তৈরিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা কাজ করেছি এবং ভোটের দিন তার প্রতিফলন ঘটেছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশেষ করে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ পেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সব মিলিয়ে নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, চতুর্থ ধাপে অনুষ্ঠেয় শেরপুরের শ্রীবরদী উপজেলার ৯ ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এজন্য তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।