শেরপুরের শ্রীবরদীর ছনকান্দা এলাকা থেকে ৮শ পিস ইয়াবাসহ মোঃ রাশেদুজ্জামান ওরফে লিটন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।
আজ বিকেল ৩টার দিকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। রাশেদুজ্জামান লিটন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মন্ডলপাড়া গ্রামের জনৈক মতিয়ার রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই ফজলে এলাহীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার ছনকান্দা এলাকায় ইয়াবা বিক্রি করার সময় হাতেনাতে তাকে গ্রেফতার করে। পরে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি নওজেশ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।