শেরপুরের শ্রীবরদীতে গভীর রাতে আগুন লেগে ৪ টি বসত ঘর পুড়ে ছাঁই হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৩ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারী নয়াপাড়া গ্রামে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসেরকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এলাবাসী ও ভুক্তভোগী পরিবার জানান এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে মামদামারী নয়াপাড়া গ্রামের মোস্তফার ছেলে সাইদুর রহমানের বসত ঘরের বৈদ্যতিক শর্ট সার্কিক থেকে আগুনের সুত্রপাত ঘটে। পরে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। এতে সাইদুর রহমানের ২টি টিনের চৌচালা ঘর ও ঘরে থাকা ১শত মণ ধান, ১০ মন চাল, ১ ভরি স্বর্ণের চেইন, এসএসএস এনজিও থেকে ঋণ করা ৪০ হাজার টাকা এবং আসবাবপত্রসহ যাবতীয় কাপড় চোপড় ভস্মিভুত হয়।
পরে সাইদুরের বাবা মোস্তফার ১টি টিনের চৌচালা ঘরে আগুন লাগে। এসময় ঘরে থাকা ৫০ মন ধান, ৪ মণ চাল ও নগদ ১২ হাজার টাকা ঘরসহ পুড়ে ছাঁই হয়। পরে পার্শ্ববর্তী আহালু শেখের ছেলে ছাবেদ আলীর ১টি টিনের চৌচালা ঘর ৫০ মণ ধান, ৪ মণ চাল ও নগদ ৫ হাজার টাকাসহ পুড়ে যায়। আগুনের শিখায় পার্শ্ববর্তী মামুন, সুমন, আবুল ও ছাবেরন বেগমের ঘরের আংশিক তি হয়। এসময় ওই বাড়ির পাশে থাকা নুর মোহাম্মদের কলা বাগানের কলাগাছ কেটে আগুন নিভানুর কাজে ব্যবহার করা হয়। খবর পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসেরকর্মীরা এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ৮ জনকর্মী নিয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সম হই এবং ১ ঘন্টার মধ্যে সম্পূর্ণরুপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।