শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা
(ডিবি) পুলিশ গাঁজার আসর থেকে গাঁজা সেবন করা অবস্থায় ১২ গাঁজাসেবীকে আটক করেছে। এরা হলেন শ্রীবরদী উপজেলার উত্তর খড়িয়া কাজিরচর গ্রামের মৃত. নূর মোহাম্মদের ছেলে আয়ুব আলী (৫৫), একই গ্রামের রজব আলীর ছেলে রহিম মিয়া (২৮), মৃত সুরুজ আলীর ছেলে বাবুল মিয়া (২৪), মৃত. হাসান আলীর ছেলে খালেক
মিয়া (৫৫), সাদেক আলীর ছেলে সুজন মিয়া (২৬), মৃত. জাবেদ আলীর ছেলে মোহাম্মদ আলী মন্ডল (৫০), আদর আলীর ছেলে হাবিবুর রহমান (৪০), মৃত. জুলহাস
উদ্দিনের ছেলে সোলাইমান হোসেন (৩৫), সুরুজ আলীর ছেলে কায়সার মিয়া (২২), সাইজ উদ্দিনের ছেলে বারেক মিয়া (২৮), মৃত. ইলিম উদ্দিনের ছেলে লাল চাঁন
(৪০) ও তালুক মিয়ার ছেলে ফরহাদ হোসেন (২২)।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা ডিবির (ওসি) মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে এক গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম, (এসআই) সাইদুর রহমান ও এএসআই ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার ভোররাতে শ্রীবরদী উপজেলার উত্তর খড়িয়া কাজিরচর গ্রামের মো. সোহাগ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার আসর থেকে তাদের আটক করা হয়। ডিবির ওসি মো. মোখলেছুর রহমান বলেন, আটক গাঁজা সেবীদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।