শেরপুরের শ্রীবরদীতে হাতির পায়ে পিষ্ট হয়ে আদিবাসী কৃষক নিহত হয়েছে । সেই সাথে আহত হয়েছে আরো দুইজন । নিহত আদিবাসী কৃষকের নাম রিবন মারাক(৫৫) । সে ওই উপজেলার বালিজুড়ি এলাকার খৃষ্টানপাড়ার লিপন সাংমার ছেলে ।
স্থানীয় বনবিভাগ সুত্র জানায়, গেলরাত ১২ টার দিকে রিবন মারাক বাড়ীর পাশে রোপিত ধান ক্ষেতে হাতির পাল ধান ক্ষেতে আসলে সবার সাথে হাতি তাড়াতে যায়। কিন্তু তার হাতে কোন টর্চ লাইট না থাকায় হাতির পাল তাকে ধাওয়া করলে সে দৌড়ে ঘরে আশ্রয় নেয় । এসময় হাতির পাল তার ঘরে আক্রমন করে তাকে পায়ে পিষ্ট করে এবং তার স্ত্রী শৈল সাংমা ও ছেলে বিজয় সাংমা আহত করে ।
পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে কুরুয়া বাজার নামক এলাকায় সে মারা যায়।
বালিজুড়ি সদর বিট কর্মকর্তা মো: রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।