শেরপুরের শ্রীবরদীতে সড়ক দূর্ঘটনায় বাবু (১৭) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার রাতে উত্তর শ্রীবরদী রোডে এ ঘটনা ঘটে। সে দক্ষিণ পোড়াঘর আব্দুর রহিমের ছেলে। নিহত বাবু এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও তার পরিবার সূত্রে জানা যায়, বাবু মোটরসাইকেল যোগে বকসীগঞ্জ থেকে তার নিজ বাড়িতে ফেরার পথে উত্তর শ্রীবরদী রোডে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী সদর হাসপাতাল ও পরে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের বড় ভাই ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।