শেরপুরের শ্রীবরদী উপজেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের জরিপ সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বেসরকারি সংস্থা প্রত্যয় এর বাস্তবায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা প্রোগ্রাম অফিসার নিজাম উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রধান কার্যালয়ের সিষ্টেম এনালিষ্ট মোর্শেদা বেগম, প্রত্যয়ের নির্বাহী পরিচালক রোকেয়া জাহান রেবা, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক সৈয়দ মোক্তার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুশ শিহার, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল।
এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও সাক্ষরতা প্রকল্পের জরীপ কর্মিগণ উপস্থিত ছিলেন।