শ্রীবরদী উপজেলা নির্বাহী কার্যালয়ের ছাদে সোমবার বিকালে সোলার প্যানেল স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার প্যানেল স্থাপনের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নবাগত এ্যাসিল্যান্ড সানজিদা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) প্রোগ্রাম কো-অর্ডিনেটর গৌতম চক্রবর্তী, সহকারি প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাবিবুর রহমান ও শ্রীবরদীর সোলার কর্মসূচির ব্যবস্থাপক আবুল হোসেন প্রমূখ।
আরডিএস অফিস সূত্রে জানাগেছে, এ সংস্থার মাধ্যমে টি.আর, কাবিটা প্রকল্পের আওতায় উপজেলার ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ৮৫টি প্রকল্পে পর্যায়ক্রমে ৩২৮ টি সোলার প্যানেল স্থাপন করা হবে।