শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎ স্পৃষ্টে মুনাহার আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের বন্ধধাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুনাহার আলী ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মুনাহার আলী ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পের লাইনের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে শ্রীবরদী সরকারি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা: আলি আহাদ তাকে মৃত ঘোষনা করেন।