শেরপুরের শ্রীবরদীতে সাব-রেজিস্টারের বিরুদ্ধে কলম বিরতি ও মানববন্ধন করেছে দলিল লেখক ও এলাকাবাসি। রোববার (২৬ জানুয়ারী) সকালে শ্রীবরদী সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন চাউলহাটি রোডে সাব-রেজিস্টার আব্দুর রহমান ভুঁইয়ার বিরুদ্ধে এ কলম বিরতি ও মানববন্ধন করা হয়।
সুত্রে জানা গেছে, সাব-রেজিস্টার আব্দুর রহমান ভুঁইয়া গত ৪ ডিসেম্বর বিকালে ৯৫ হাজার ৫০০ শত ঘুষের টাকাসহ দুদকের হাতে ধরা পড়ে। গত ২০ জানুয়ারী জামিনে ছাড়া পেয়ে শ্রীবরদী সাব-রেজিস্ট্রি অফিসে যোগদান করেন এবং দলিল লেখকদের কাছে পুর্বের ন্যায় ঘুষের টাকা দাবী করেন। এরই প্রতিবাদে দলিল লেখক ও এলাকাবাসি সম্মিলিতভাবে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দলিল লেখক কমিটির সভাপতি এনএম বদরুজ্জামান সবুজ, সাধারন সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও দলিল লেখক হাবিবুর রহমান কালু প্রমুখ। এসময় দলিল লেখক সমিতির সভাপতি আনিছুর রহমান, আবুল তালেব, সাবেক ক্যাশিয়ার আশরাফ আলী, শাহজাহানসহ অনেক দলিল লেখক উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আব্দুর রহমান ভুঁইয়ার মোবাইল ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।