শ্রীবরদীতে সাংবাদিক ও সুশীল সমাজের সাথে নবাগত ইউএনও সেঁযুতি ধর মঙ্গলবার সকালে উপজেলা হলরুম সোমেশ্বরীতে মত বিনিময় করেছেন। মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা।
এসময় উপজেলায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ্বের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আবু জাফর, জেলা পরিষদ সদস্য ও খড়িয়া কাজির চর ইউনিয়ন আ’লীগ সভাপতি এম.এ খালেক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর মেয়র আবু সাঈদ, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারন সম্পাদক জুয়েল আকন্দ প্রমূখ।
মত বিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, জেলা আ’লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ছালেহ, জেলা কৃষক লীগ সভাপতি আব্দুল কাদের, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক বনিজ উদ্দিন বনিজ, যুবলীগ আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহবায়ক লিয়াকত হোসেন লিটন, প্রেস ক্লাব শ্রীবরদী’র সভাপতি আব্দুল মান্নান সরকার, সহ-সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, যুগ্ম-সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দপ্তর সম্পাদক রমেশ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ফেরদৌস আলী, কার্যকরী সদস্য তাসলিম কবির বাবুসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ্ব।