শিশুদের চিত্ত বিনোদন ও মানষিক বিকাশের লক্ষে শ্রীবরদীতে সমঝোতা স্বারক ও শিশু পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের দক্ষিণ পার্শ্বে ইউএনও খালেদা নাছরিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পার্কের শুভ উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন ও শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ও সিংগাবরুনা ইউনিয়ন চাইল্ড ভয়েজ রেজিং সেন্টারের সভাপতি ইয়াকুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) সানজিদা বেগম, এডিপি ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ, উপজেলা শিক্ষা অফিসার অরুনা রায় ও শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন নাহার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন এডিপিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারি ও শিশুসহ শিশু সংগঠনের নেতৃবৃন্দ্ব।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।