শ্রীবরদীর ২ নম্বর রানীশিমুল পাইলট ইউনিয়ন শাখার জাতীয় শ্রমিকলীগের ৩, ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় ভায়াডাঙ্গা বাজারের মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের ১ম পর্বে রানীশিমুল ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ আহবায়ক মোত্তাকিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আ’লীগ নেতা নিজাম উদ্দিন মিস্টার। যুগ্ম-আহবায়ক কোরবান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টেংগর পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, রানিশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মমিনুল ইসলাম মমিন, জাতীয় শ্রমিকলীগের কার্যকরি সদস্য আমির হামজা, কৃষকলীগের যুগ্ম-আহবায়ক জর্জ মিয়া, যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক নুর হোসেন ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ। সম্মেলনের ২য় পর্বে জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক সরকার মিয়ার সভাপতিত্বে সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গণতান্ত্রিকভাবে ৩ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে মোতালেব হোসেন, সাধারন সম্পাদক পদে আমিজ উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে শাহাজামাল, সাধারন সম্পাদক পদে আমিন মিয়া ও ৮ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে বকুল মিয়া, সাধারন সম্পাদক পদে সুভাষ চন্দ্র বর্মন নির্বাচিত হন। এসময় সহ¯্রাধিক নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।