“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। ১৮ অক্টোবর সোমবার সকাল ৭ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্তবক অপর্ণের মধ্য দিয়ে দিবসটি শুভ সূচনা করে উপজেলা প্রশাসন।
এসময় শ্রীবরদী পৌরসভা ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ শ্রীবরদী উপজেলা শাখা পুস্তবক অপর্ণ করেন। পরে সারাদেশের ন্যায় দিবসটির মূল অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। সম্প্রচার শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শ্রীবরদীর সযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আতাউর রহমান, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহনেওয়াজ নোমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান লোপা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যকর্মী।
পরে শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় তালের চারা রোপন করা হয়।