শেরপুরের শ্রীবরদীতে দুঃস্থ্য অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) উপজেলার গোবিন্দপুর গ্রামে এমএম এন্টারপ্রাইজের আয়োজনে ৩ শত ৫০ জন শীতার্তদের মাঝে কম্বল কিতরণ করা হয়।
সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমএম এন্টারপ্রাইজের স্বত্তাধিকারি নুরুল হক দাদা ভাই।
আরো উপস্থিত ছিলেন মোস্তারী আক্তার মনি, সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি কামরুজ্জামান লিপন, আ’লীগ নেতা আলামিন, ফজলুল হক, মোরাদুজ্জামান মোরাদ, আল ফারুক গ্রæপের প্রোপাইটর ফারুক হোসেন, আরএফ এন্টারপ্রাইজের প্রোপাইটর আব্দুল আলিম, এমটি এন্টারপ্রাইজের প্রোপাইটর ফিরোজ হোসেন, আলেয়া এন্টারপ্রাইজের প্রোপাইটর মনির হোসেন প্রমুখ।