শেরপুরের শ্রীবরদীতে গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের গেরামারা গ্রামের হাবিবুল্লাহ মাস্টারের বাড়িতে ওই গ্রামের শতাধিক গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকিলাকুড়া খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাবিবুল্লাহ।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আসাদ উল্লাহ বিল্লাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন (অব:) সৈনিক দৌলত হোসেন, সমাজ সেবক চক্ক মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।