শ্রীবরদী উপজেলার ২ নম্বর রানি শিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ও বিশিষ্ট সমাজ সেবক গুল নাহার কোরাইশী নিজস্ব অর্থায়নে অতি দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করেছেন। সোমবার বালিজুরি উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে রানি শিমুল ইউনিয়নের বালিজুরি, রাঙ্গাজান, খাড়ামোরা, খ্রীস্টান পাড়া ও হালুহাটি গ্রামের অতি দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে আনুষ্ঠানিক ভাবে কম্বলগুলো বিতরণ করা হয়। কম্বল বিতরণ পুর্ববর্তী সময়ে ৬ নম্বর ওয়ার্ড আ’লীগ সভাপতি নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রানি শিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি সদস্য জহুরুল হক, আদিবাসি নেতা ফিলিশন, আ’লীগ নেতা আবুল হাসেম ও সিরাজ মাস্টার প্রমূখ।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।