শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারীতে মেসার্স সোলাইমান রাইস মিল চত্বরে দুস্থ্য অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে মেসার্স সোলাইমান রাইস মিলের স্বত্তাধিকারি বিশিষ্ট শিল্পপতি ও দানবীর সোলাইমান খাঁন মজনু’র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এলাকার গরীব দুস্থ্য অসহায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ পুর্ববর্তী সময়ে দৈনিক মানব জমিন পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি ফরিদুজ্জামানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি সোলাইমান খাঁন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজ সেবক ফজলুল করিম ও পলাশ।