শেরপুরের শ্রীবরদীতে শিশু দিবস উদযাপন ও করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
“আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে” এ স্লোগানকে ধারন করে শ্রীবরদী উপজেলা শিশু ফোরামের আয়োজনে ও শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে শিশু দিবস উদযাপন ও করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা ও শ্রীবরদী উপজেলা শিশু ফোরামের সভাপতি মনিকা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ উপ-পরিদর্শক রুকন উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীবরদী থানা শিশু বিষয়ক কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক খোরশেদ আলম ভুঁইয়া, কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সাংবাদিক রমেশ সরকার, শিশু ফোরামের সহ-সভাপতি হাসনাতুল ইসলাম, সাধারন সম্পাদক রাসেল প্রমূখ। এসময় বক্তরা শিশু অধিকার ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বিষয়ে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য তুলে ধরেন।