সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান আরজু।
বুধবার রাতে ( ২২ ডিসেম্বর) ঝগড়ার চর বাজারে তার নির্বাচনী কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আরজু বলেন, আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করেছি। এখন এ ইউনিয়নের যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছি। ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে তার সুসংহত অবস্থানে ভীতশ্রদ্ধ হয়ে নৌকা প্রতিকের প্রার্থী নানা ষড়যন্ত্র করছেন। তার কর্মীদের হুমকির পাশাপাশি কেন্দ্রগুলোতে নৌকা প্রতিকে ভোট দেখে দেখে নেবেন বলেও ভীতি ছড়াচ্ছেন। এতে তার সমর্থকগণসহ সাধারণ ভোটাররা উদ্বিগ্ন হয়ে পড়ছেন।
এদিকে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে মানুষের গণজোয়ার উঠেছে। আমি জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী।
এ সময় আরজুর আনারস প্রতীকের সমর্থকগণসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।