শেরপুরের শ্রীবরদীতে আধুনিক ও মানসম্মত উন্নত স্বাস্থ্য সেবার লক্ষে লাইফ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে পৌর শহরের প্রাণকেন্দ্র হাসপাতাল জামে মসজিদের সন্মুখে শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী একেএম ফজলুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
শ্রীবরদী উপজেলা আ’লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা আব্দুলাহ ছালেহ’র সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শেরপুর জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, ডা. আব্দুল ওয়াদুদ, উপজেলা যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল ও লাইফ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মাহমুদুল হাসান।