শেরপুরের শ্রীবরদীতে এই প্রথম মানসম্পন্ন খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে ‘রোজ ভ্যালি ক্যাফে ও রেস্তোঁরা’ যাত্রা শুরু করেছে। সম্প্রতি শ্রীবরদী মধ্য বাজারের সরকার প্লাজার দ্বিতীয় তলায় মনোরম পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
রোজ ভ্যালি ক্যাফে ও রেস্তোঁরা’র মালিক রোকনুজ্জামান রোকন ও শোভন শাহরিয়ার রাফি শেরপুর টাইমসকে জানান, আমরা আপতত চাইনিজ, ফাস্ট ফুড, কফি এবং জুস সরবরাহ করছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে ফ্রাইড রাইস-চাউমিন, চিকেন চিলি-বিফ চিলি অনিয়ন, স্যুপ, থাই ভেজিটেবল গ্রেভিসহ বিভিন্ন আইটেম পাওয়া যাবে আমাদের রেস্টুরেন্টে।
তিনি আরও বলেন, করোনাকালীন কারণে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত রেস্টুরেন্টটি চলমান থাকে। এছাড়া করোনার এই সময়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে গ্রাহকদের খাবার পরিবেশন করছি। মানসম্পন্ন ও রুচিশীল খাবারের নিশ্চয়তা নিয়ে আমাদের এ যাত্রা শুরু হয়েছে। যা আগামীতেও বজায় থাকবে ইনশাআল্লাহ।