শেরপুরের শ্রীবরদীতে রেললাইনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শিল্পী মেশিনারীজে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সলিমুল্লাহ সেলিমের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল-আমিন।
আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আবু জাফর, কহিনুর বেগম, শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক অফিসার ডা: আনিসুর রহমান।
শ্রীবরদী সামাজিক সংগঠন লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা এজেড রুমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাখের মাহমুদ দানা, ছাত্রনেতা এখলাছুর রহমান লিটন, ছাত্রনেতা মেহেদী হাসান রাজন, সাংবাদিক এমআরটি মিন্টু প্রমূখ।
বক্তারা শেরপুর-নকলা-নালিতাবাড়ী-ঝিনাইগাতী-শ্রীবরদী ও রৌমারি পর্যন্ত রেললাইনের দাবী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।