শ্রীবরদীতে রাস্তা সংস্কারের দাবীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ৯ম ব্যাচের রাজনৈতিক ফেলো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীবরদী পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলুল হক চৌধুরী অকুল বুধবার প্রেসক্লাব শ্রীবরদী’র হলরুমে এক সাংবাদিক সম্মেলন করেছেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ সংবাদ সম্মেলনে ফজলুল হক চৌধুরী শ্রীবরদী পৌরসভার এক নাম্বার ওয়ার্ডের দক্ষিণ পোড়াগড় জামে মসজিদ হতে ইব্রাহীমের বাড়ি পর্যন্ত রাস্তাটি পাকাকরনের দাবী উপস্থাপন করেন। তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, রাস্তাটি পাকা করলে ৬ শতাধিক লোকের যাতায়াতের সুযোগ হবে। এতেকরে এলাকার লোকজন তাদের উৎপাদিত কৃষি পণ্য সহজেই বাজারজাত করে ন্যায্য মূল্য পাবে। সেখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠবে, সাধারন মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে। তিনি আরো জানান, উক্ত রাস্তাটি পাকা করার দাবীতে ইতিমধ্যে ওই এলাকায় বসবাসকারি বিভিন্ন শ্রেণি ও পেশার ২ শতাধিক মানুষের গণ স্বাক্ষরসহ প্রতিবেদনের আলোকে শ্রীবরদী পৌর মেয়র বরাবর একটি আবেদন জমা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি নারগিস আক্তার, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুর রহিম দুলাল, পৌরসভার প্রকৌশলী সাইদুর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ্ব ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
শেরপুর টাইমস/ বা.স