সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানের সম্মানার্থে মঙ্গলবার রানিশিমুল ইউনিয়ন আ’লীগের আয়োজনে টেংগর পাড়া উচ্চ বিদ্যালয় হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পুর্ববর্তী সময়ে রানিশিমুল ইউনিয়ন আ’লীগের সভাপতি মেজবাহ উদ্দিন বখতিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। রানিশিমুল ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও কেকের চর ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল খালেক, রানিশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কাকিলাকুড়া আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ভেলুয়া ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আবুল কাশেম ও আ’লীগ নেতা ওয়াসেক বিল্লাহ বিল্লাল প্রমূখ।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।