সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়ন যুবলীগের আয়োজনে শুক্রবার কর্ণঝোরা বাজারে যুবলীগের অস্থায়ী কার্যালয়ে ইফতার ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পুর্ববর্তী সময়ে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সহস্য ও সাবেক ছাত্রলীগের সিংগাবরুনা ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রাশেদুল হক ববির সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা মাহফুজুর রহমান হিটলার, সিদ্দিকুর রহমান, মিজানুর রহমান ছানু, মনিরুজ্জামান সোহাগ, সুমন মিয়া প্রমূখ।
এসময় আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মুক্তিযোদ্ধাসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপরদিকে রানীশিমুল ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের ৫ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার ইফতার ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ নম্বর ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সভাপতি আশরাফুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রানিশিমুল ইউনিয়ন শাখার জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মুত্তাকিন মিয়া।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কুরবান আলী, কৃষক লীগ আহবায়ক মুক্তিযোদ্ধা সোলাইমান মিয়া, যুগ্ম-আহবায়ক জর্জ মিয়া, রানিশিমুল ইউনিয়ন শাখার যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক নুর হোসেন, যুবলীগ নেতা মিজানুর রহমান ও সাইফুল ইসলাম প্রমূখ। এসময় আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।