শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন শাখার ওয়ার্ড যুবলীগের সম্মেলন বৃহস্পতিবার বিকালে ঝগড়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রথম পর্বে ভেলুয়া ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান আরজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল।
ছাত্রনেতা ইমরানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান মানিক, হামিদুর রহমান ও হাবিবুর রহমান প্রমূখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কাউন্সিলদের সম্মতিক্রমে ৭নং ওয়ার্ডের সভাপতি ফরিদ আল হাসান ও সাধারণ সম্পাদক আলাল মিয়া, ৮নং ওয়ার্ডের সভাপতি সফিকুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সভাপতি শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মিন্টু মিয়া নির্বাচিত হয়।