নিরিবিলি পরিবেশ ও উন্নতমানের খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরের শ্রীবরদীতে শাখা হিসেবে যাত্রা শুরু করলো ‘নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস ঘর’।
শুক্রবার (২০ মে) রাতে শহরের পুরাতন সোনালী ব্যাংক এলাকায় চাইনিজের ফিতা কেটে উদ্বোধন করেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবীর রুমান।
এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, সাবেক মেয়র আবু সাঈদ, অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরিদ, খড়িয়াকাজিরের দুলাল, গড়জরিপার এম. এ জলিল, কুড়িকাহনিয়ার ফিরোজ খান নুন, নারী উদ্যোক্তা সানজিদা জেরিন প্রমুখ।
শ্রীবরদী শাখার নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস ঘরের পরিচালক আরেফিন আহম্মেদ বলেন, ঘরোয়া পরিবেশে উন্নতমানের খাবার তৈরিতে আমরা আজ শ্রীবরদী শাখা হিসেবে যাত্রা শুরু করলাম।
আমি আশা করছি এই ডিস ঘরে একবার হলেও খেয়ে দেখতে পারেন। আমাদের খাবারের মান খুবই ভালো, বাজারের চেয়ে দামও কম।
শেরপুর নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস ঘরের পরিচালক মো. আসিফ আদনান অভি বলেন, শ্রীবরদী উপজেলায় আমাদের এটা শাখা হিসেবে যাত্রা শুরু হলো।
আমরা আশাবাদী শেরপুরের মতো অল্প দিনেই সুনাম কুড়াতে সক্ষম হবো। কেননা আমরাই একমাত্র আধুনিক, রুচিশীল ও খোলামেলা পরিবেশে শ্রীবরদীতে এই শাখার যাত্রা শুরু করলাম।