“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি”- স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান।
শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৮ আগস্ট থেকে ২ সেপ্টম্বর পর্যন্ত ৭ দিন ব্যাপী স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, সাংবাদিক ও প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষীদের সাথে মতবিনিময়, পোনামাছ অবমুক্তকরণসহ পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। সভায় স্থানীয় গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।