বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শ্রীবরদী উপজেলা শাখার সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদের ৩৫তম জন্মদিন পালন করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কার্যালয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হামিদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি শাকের মুহম্মদ আব্দুল্লাহ দানা, সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি কামরুজ্জামান লিপন, গোশাইপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রহমান, শ্রীবরদী সদর ইউনিয়ন সদস্য সচিব হাবিব উল্লাহ, মানবাধিকার ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আজিজুল হাসানসহ প্রজন্ম কমান্ডের ফারুক, সাব্বির, সুদিন প্রমূখ।