শেরপুরের শ্রীবরদীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীবরদী সাব রেজিষ্টার অফিসের দলিল লেখক সমিতির আয়োজনে (২৬ মার্চ) দুপুরে সাব রেজিষ্টার অফিস চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শ্রীবরদী দলিল লিখক সমিতির সভাপতি এম এন বদরুজ্জামান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া।
অফিস সহায়ক মিষ্টার আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলিল লিখক, দলিল লেখক আাবু সাঈদ হিটলার, আমিনুল ইসলাম, দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, সাবেক সভাপতি আবু তালেব, টিসি মেহরা আসাদুজ্জামান ও মোহরা নুরুন্নবী প্রমুখ।