শেরপুরের শ্রীবরদীতে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ২০২১ সালের এস এস সি ও এইচ এস সি সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১২০ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সিংগাবরুনা ইউনিয়ন যুবলীগের আয়োজনে শনিবার (২৬ মার্চ) বিকালে কর্ণঝোড়া দাখিল মাদরাসা মাঠে যুবলীগ আহবায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা দেওয়া হয়। কর্ণঝোড়া দাখিল মাদরার শিক্ষক ইমতিয়াজ জাবেদ ও ইউপি সদস্য মাহফুজুর রহমান হিটলারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান, সিংগাবরুনা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিক, কর্ণঝোড়া দাখিল মাদার সুপার মাজহারুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।