‘মাদক পরিহার করি, পরিচ্ছন্ন জীবন গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে মরণব্যাধি মাদকের কুফল ও সচেতনেতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে । আজ সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠ চত্ত্বরে প্রায় দেড় হাজার শিক্ষার্থীদের নিয়ে মরণব্যাধি মাদকের কুফল ও সচেতনতা সম্পর্কে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হিমাংশু কুমার পালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক হামিদুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার, শ্রীবরদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম আদাজসহ কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।