শ্রীবরদী পৌর শহরে মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই হোটেল ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯/৪৩ ধারায় শ্রীবরদী সরকারি কলেজ রোডের হোটেল সাবরিনা ও লাখো হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ এবং অস্বাস্থ্যকর খাবার রাখার দায়ে প্রত্যেক হোটেল মালিককের কাছ থেকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় তার সাথে ছিলেন স্যানেটারি ইন্সপেক্টর মাসুদুর রহমানসহ সংগীয় ফোর্স।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।