শেরপুরের শ্রীবরদীতে বিভিন্ন নামকরা ব্র্যান্ডের পণ্য সামগ্রীর মোড়ক লাগিয়ে নকল পণ্য বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১০এপ্রিল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালেদা নাসরিন এ জরিমানা আদায় করেন।
জানা যায়, উপজেলার মাটিয়াকুড়া দক্ষিণপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে সুলতান মিয়া দীর্ঘদিন ধরে “শিমু এন্টারপ্রাইজ” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেন। দেশের নামি-দামি সব ব্র্যান্ডের পণ্য সামগ্রীর মোড়ক সংগ্রহ করে নকল পণ্যতে ওইসব মোড়ক লাগিয়ে বাজারজাত করে আসছিলো। এরই প্রেক্ষিতে সোমবার বিকেলে শিমু এন্টার প্রাইজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাসরিন। নকল পণ্য পাওয়ার অভিযোগে ১লক্ষ টাকা জরিমানা ও ওইসব পণ্য জব্দ করেন। পরে জব্দকৃত নকল পণ্য উপজেলার বাসষ্ট্যান্ডে জনসম্মূর্খে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকতা এস আলম প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালেদা নাসরিন জানান, সুলতান মিয়ার প্রতারনার শিকার হয়েছে সাধারণ জনগণ। জনগণের সুবিধার্থে এ অভিযান অব্যহত থাকবে।