শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারী চালিত ভ্যান উল্টে সাজু মিয়া (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১.৩০মিনিটের দিকে উপজেলার গেরামারা ব্রীজে এ ঘটনা ঘটে। নিহত সাজু কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর গ্রামের মৃত ইয়াদ আলী হাজীর ছেলে। সে একজন কৃষক।
জানা যায়, সাজু মিয়া জেলা পরিষদের বরাদ্দকৃত স্যানিটারী লেট্রিনের (পাট) ভ্যানে করে নিয়ে বাড়িতে যাওয়ার সময় গেরামরা ব্রীজের দক্ষিণ পার্শ্বে ফসলী জমিতে ভ্যানটি উল্টে যায়। এতে সাজু মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শ্রীবরদী থানার ওসি মো. রেজাউল হক ও কাকিলাকুড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।