শেরপুরের শ্রীবরদীর আসন্ন ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের মাঠ কাঁপাচ্ছেন হাবিবুর রহমান আরজু। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান আরজু প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সাথে মত বিনিময় করে ভোটের মাঠে আলোচনার শীর্ষে রয়েছেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেতে দলের শীর্ষ নেতাদের সাথে গড়ে তোলেছেন নিবিড় সম্পর্ক।
প্রতিদিন জনসংযোগ ও উঠান বৈঠক করে ভোটের মাঠে ভোটারদের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। বয়সে তরুণ এবং ক্লিন ইমেজের এ নেতা আসন্ন ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হবে এমনটাই প্রত্যাশা করছেন ইউনিয়নের সাধারন ভোটাররা।
গণমাধ্যম কর্মীদের সাথে তিনি বলেন, আমি ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। রাজনৈতিক জীবনের অনেক চড়াই উৎরাই পেরিয়ে বর্তমানে আমি ভেলুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়ীত্বে রয়েছি। বিগত দিনে আমি এই ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদকের দায়ীত্বে থেকে দলের নির্দেশ মত কাজ করেছি। আমি মাঠ পর্যায়ের রাজনীতি করতে গিয়ে সকল শ্রেণির মানুষের কাছে থেকে স্নেহ ভালোবাসা পেয়েছি। আমি আশাকরি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন। নৌকা প্রতীকে মনোনয়ন পেলে আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো। আমি বিজয়ী হয়ে ভেলুয়া ইউনিয়নকে একটি মডেল ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনসহ সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করবো।