
শেরপুরের শ্রীবরদী উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অভিযান চালিয়ে বিভিন্ন ভেজাল খাদ্যপণ্য জব্দ করেছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলায় অভিযান চালিয়ে ধাতুয়া গ্রাম থেকে তৈল, আটা, ডাল, চিনি, লবণসহ বিভিন্ন পণ্য জব্দ করেন।
শেরপুর জেলা এনএসআই’র সহকারি পরিচালক মো. শাহাদাত হোসেনসহ একটি দল তথ্য অনুসন্ধান করে এ অভিযান পরিচালনা করেন। পরে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডিলার রাসেল জামানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এনএসআই সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন থেকে মেয়াদ উত্তীর্ণ মালামাল পুনরায় নতুন মোড়কে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করছে। এছাড়াও অনুমোদন ব্যতিত ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নামে কার্ড তৈরি করে ইউপি সদস্যদের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এমন খবর পেয়ে উপজেলার ধাতুয়া গ্রামে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ভেজাল পণ্য বিক্রির সময় শেরপুর সদরের বামনের চর গ্রামের মৃত আমেরুল রসুলের ছেলে ডিলার রাসেল জামানের নিকট থেকে বিভিন্ন ভেজাল খাদ্যপণ্য জব্দ করে এনএসআই।
এরমধ্যে ডাল ৪০০ কেজি, চিনি ৪০০ কেজি, তেল ৮০০ লিটার, আটা-৯৫০ কেজি, লবণ-৩৫০ কেজি ও নকল সার্ফএক্সেল পাউডার ৩৬৩ কেজি।