শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে শুরু হয় আলোচনা সভা।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন। সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা প্রমূখ। পরে জয়িতা অন্বেশণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।