শ্রীবরদীতে তিনদিন ব্যাপি বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো কৃষি সম্প্রসারন অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে এ মেলায় ওষুধি গাছ ও ফলদ বৃক্ষসহ বিভিন্ন প্রজাতির বিপুল সমাহারে মেলাকে সাফল্য করে তুলেছে।
বিক্রিও হয়েছে তুলনামুলক অনেক বেশি। মঙ্গলবার বিকালে কৃষি অফিসের হলরুমে কৃষি অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠান। সহকারি কৃষি অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও খালেদা নাছরিন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভুমি সানজিদা বেগম, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল আমিন, বিশিষ্ট ক্রিড়া সংগঠক মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বনিজ উদ্দিন বনিজ, কৃষি সম্প্রসারন অফিসার নুসরাত জাহান, নির্বাচন অফিসার মাহমুদুল হাসান, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন ও নার্সারি মালিক সমিতির সাধারন সম্পাদক সাইফুল মালেক প্রমূখ।
আলোচনা শেষে নার্সারি মালিকদেও পুরস্কার বিতরন করা হয়।